Quantcast
Channel: অপরাধ জগৎ – CholtiPotro
Viewing all articles
Browse latest Browse all 45

টাকার লোভে স্ত্রীকে নিয়ে স্বামীর কান্ড!

$
0
0

টাকার লোভে মানুষ যে কোথায় পৌঁছতে পারে, তার নজির গড়ল সাম্প্রতিক এক ঘটনা। বিমার টাকা পেতে নিজের স্ত্রীকে ‘মৃত’ বলে ঘোষণা করেন হায়দরাবাদের এক ব্যক্তি।তবে তীরে এসে তরী ডোবার মতোই শেষমুহূর্তে তাঁর কারসাজি ধরা পড়ে যায়। খবর এবেলার।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, শুধু ওই ব্যক্তিই নন, এই ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তাঁর স্ত্রীও। বছর পাঁচেক আগে ওই ব্যক্তি স্ত্রী’র নামে এক কোটি টাকার বিমা করান। নিয়মিত প্রিমিয়ামও দিতেন।

এর পর গত জুনে বিমা কোম্পানির কাছে ইনসিওরেন্স ক্লেম জমা দেন তিনি। ওই ব্যক্তি জানান, বুকের ব্যথায় তাঁর স্ত্রী হঠাৎই মারা গিয়েছেন।

 

বিমার টাকা দেওয়ার আগে সত্যতা যাচাই করতে গিয়েই বিমা কোম্পানির কর্মীদের চক্ষু চড়কগাছ। তাঁরা দেখেন, ওই ব্যক্তির স্ত্রী দিব্বি জীবিত রয়েছেন!

এর পরেই পুলিশে খবর দেন তাঁরা। ওই মহিলাকে গ্রেফতার করে পুলিশ। তবে তাঁর স্বামী এখনও পলাতক। দু’জনের বিরুদ্ধেই প্রতারণা-সহ একাধিক অভিযোগে মামলা করা হয়েছে।

জানা গিয়েছে, এর আগেও অন্য বিমা কোম্পানির থেকে এ ভাবেই টাকা আদায়ের চেষ্টা করেছিলেন ওই দম্পতি।

The post টাকার লোভে স্ত্রীকে নিয়ে স্বামীর কান্ড! appeared first on CholtiPotro.


Viewing all articles
Browse latest Browse all 45

Trending Articles