আল-কায়েদার কাছে অর্থ পাঠানো এবং তার বিচার কাজে নিয়োজিত বিচারককে হত্যা ষড়যন্ত্রের দায়ে এক ভারতীয়কে ২৭ বছরে কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার এই রায় ঘোষণা করেন একটি যুক্তরাষ্ট্রের আদালত। ভারতীয় ওই ব্যক্তি পড়াশোনা উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র পাড়ি জমিয়েছিলেন। খবর এএফপির।
২০১৫ সালের সেপ্টেম্বরে ভাইসহ গ্রেফতার হওয়া চারজনের অন্যতম একজন ইয়াহিয়া ফারুক মোহাম্মাদ (৩৯)। আরব উপদ্বীপে ইয়েমেন ভিত্তিক আল-কায়েদা নেতা আনোয়ার আল-আওলাকির কাছে ২২ হাজার ডলার পাঠানোয় তাকে অভিযুক্ত করা হয়। আওলাকি হচ্ছেন মার্কিন বংশোদ্ভূত একজন ধর্মীয় নেতা।
ইয়াহিয়া ও অপর দুই জন আওলাকিকে সরাসরি অর্থ দেয়ার উদ্দেশ্যে ২০০৯ সালে ইয়েমেনে আসে। আওলাকি আল-কায়েদার প্রভাবশালী নিয়োগ দাতাদের অন্যতম। ইয়েমেনে আওলাকির সঙ্গে তাদের সাক্ষাত না হলেও তারা তৃতীয় এক পক্ষের কাছে অর্থ জমা দেয়।
এদিকে বিচার বিভাগ জানায়, ২০১৫ সালে গ্রেফতার হওয়ার পর ইয়াহিয়া তার বিচার কাজে নিয়োজিত বিচারককে হত্যায় কাউকে ভাড়া করার চেষ্টা করে।
মার্কিন অ্যাটর্নি জাস্টিন হার্ডম্যান বলেন, সে আমাদের নাগরিক, বিচারক ও স্বাধীন বিচার বিভাগের নিরাপত্তার ক্ষেত্রে বড় হুমকি। ফলে এখন তাকে সাজা ভোগ করতে হচ্ছে।
উল্লেখ্য, ২০০২ সালে ওহাইও স্টেট ইউনিভার্সিটিতে পড়ালেখা করার উদ্দেশ্যে ইয়াহিয়া যুক্তরাষ্ট্রে আসে। পরে ২০০৮ সালে এক মার্কিন নারীকে বিয়ে করে ইয়াহিয়া।
ইয়াহিয়া আদালতের তার সব অপরাধের কথা স্বীকার করেন।পরে আদালত এই রায় ঘোষণা করেন।
২৭ বছর কারাভোগের পর ইয়াহিয়াকে ভারতে ফেরত পাঠানো হবে।
এদিকে তার সঙ্গে গ্রেপ্তার হওয়া অপর তিনজনের বিচার এখনো শেষ হয়নি। তবে ওই ব্যক্তিরা তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে।
সৌদি প্রিন্সদের রাজনৈতিক আশ্রয় দেবে হুথিরা!
সৌদিতে দুর্নীতি বিরোধী অভিযানে আটক প্রিন্সদের ইয়েমেনে রাজনৈতিক আশ্রয় দেবার প্রস্তাব দিয়েছে হুথি বিদ্রোহীরা। রোববার যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে একটি দুর্নীতি বিরোধী অভিযানে ১১ প্রিন্সসহ বেশ কয়েকজন বর্তমান ও সাবেক মন্ত্রীকে আটক করা হয়। এর পরই হুথিদের পক্ষ থেকে এ ধরনের প্রস্তাব এলো। খবর আল-জাজিরার।
হুথি বিদ্রোহীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছে এমন একটি সূত্র মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। ওই সূত্রের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, হুথি বিদ্রোহীরা সৌদি প্রিন্স অথবা সৌদি নাগরিকদের তাদের ‘ভ্রাতৃপ্রিতম প্রতিবেশী’ ইয়েমেনে ‘স্বাগত’ জানাবে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র বলছে, আমরা আল সৌদ পরিবার বা সৌদির নাগরিকদের যারা নিপীড়ন-নির্যাতন থেকে বাঁচতে চায়, তাদের আশ্রয় দিতে প্রস্তুত আছি।
ওই সূত্র আরো জানাচ্ছে, এই প্রস্তাবের ব্যাপারে তারা ‘শতভাগ সৎ’ এবং হুথিরা কোনো ‘রাজনৈতিক উদ্দেশ্য’ হাসিলের ব্যাপারে আগ্রহী নয়।
এদিকে হুথি নেতৃত্বাধীন রেভ্যুলুশনারি কমিটির প্রেসিডেন্ট মোহাম্মদ আলি আল-হুথি একটি টুইট পোস্ট করেছেন। সেখানে তিনি রাজপরিবারের কোনো সদস্য বা অন্য কোনো সৌদি নাগরিক নিজেকে দেশটিতে অনিরাপদ মনে করলে ইয়েমেন তাদের স্বাগত জানাবে বলে লিখেছেন।
এর আগে গেলো রোববার ১১ জন প্রিন্স, চারজন মন্ত্রীসহ বেশ কয়েকজন সাবেক মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে আটক করে সৌদি সরকার।
আটককৃতদের ওই তালিকায় সৌদি আরবের সুপরিচিত আন্তর্জাতিক বিনিয়োগকারী বিলিওনিয়ার প্রিন্স আলওয়ালিদ বিন তালালের নাম রয়েছে। আর সিনিয়র মন্ত্রীদের মধ্যে রয়েছেন ন্যাশনালের গার্ডের প্রধান প্রিন্স মিতাব বিন আব্দুল্লাহ এবং অর্থমন্ত্রী আদেল ফিকাহ।
The post আল-কায়েদাকে অর্থায়নের দায়ে ভারতীয়র ২৭ বছরের কারাদণ্ড appeared first on CholtiPotro.