সারাদেশে যেন ধর্ষণের মহোৎসব চলছে। বিকৃত মানসিকতার পুরুষগুলো যেন হিংস্র থেকে হিংস্রতর হয়ে উঠেছে। শিশু কন্যারাও তাদের কামুক দৃষ্টি থেকে রেহাই পাচ্ছে না। এবার মিরপুর লালকুঠিতে স্থানীয় মুদি দোকানদার বাবুল নামে ব্যক্তির বিরুদ্ধে ৩ বছরের এক কন্যা শিশুকে শারীরিক নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। প্রথমে দারুস সালাম থানায় মেয়েটির পক্ষে মামলা নিতে না চাইলেও পরে স্থানীয় আওয়ামী লীগের দারুস সালাম থানা কমিটির সাধারণ সম্পাদক কাজী ফরিদুল হক হ্যাপী হস্তক্ষেপে ন্যায় বিচারের লক্ষ্যে মামলা নিয়েছে পুলিশ।
নির্যাতনের শিকার কন্যা শিশুটির মা জেসমিন ভোরের পাতাকে বলেন, বুধবার বিকাল ৪ টার দিকে নেশাখোর মুদি দোকানদার বাবুল আমার মেয়েকে যৌন হয়রানি করে। এরপর দারুসসালাম থানায় মামলা করতে গেলে প্রভাবশালীদের হস্তক্ষেপে মামলা না নেওয়া ও উল্টো নির্যাতনের শিকার হওয়া পরিবারের সদস্যদের নামে মামলা দায়েরের হুমকি দেয়া হয়। কিন্তু আওয়ামী লীগ নেতা হ্যাপীর হস্তক্ষেপে মামলা নিয়েছে পুলিশ।
The post এবার রাজধানীতে ৩ বছরের কন্যা শিশুকে যৌন হয়রানি, থানায় মামলা ! appeared first on CholtiPotro.